বাঙালিয়ানা ও অসাম্প্রদায়িকতার সুলুক সন্ধান

বাঙালি সমাজ বলতে উনিশ শতকে হিন্দুসমাজকেই বোঝানো হতো। বাংলাভাষী মুসলমানদের কখনো বাঙালি পরিচয়ের সুযোগ দেওয়া হয়নি। বাঙালি সংহতি চেতনাকে (আসলে হিন্দুত্ববাদী ধারণা) আপাতদৃষ্টিতে ধর্মনিরপেক্ষ, উদার গণতান্ত্রিক বোধজাত রাজনৈতিক মতাদর্শ বলে প্রতীয়মান হলেও, এতে প্রতিভাসিত হয়েছে হিন্দু অধ্যাত্মবাদ, যার প্রাণশক্তি সঞ্চারিত হয়েছে শক্তিরূপিণী কালী এবং গীতার প্রভাবসঞ্জাত মূল্যবোধ থেকে। বিস্ময়কর দিক হচ্ছে যে ভারতীয় জাতীয়তাবাদীদের মধ্যে […]