
বিশ্বাসের যৌক্তিকতা
প্রথম প্রকাশ ডিসেম্বর ২০১৭ । পরিমার্জিত ও পরিবর্ধিত নব সংস্করণ সেপ্টেম্বর ২০২১
অনেকেই ভাবে, ধর্মবিশ্বাস হলো কেবলই শৈশবে পিতামাতা কর্তৃক চাপিয়ে দেয়া একটা বোঝা! তারা কল্পনা করে—বিশ্বাস আর যুক্তি একে অন্যের সাথে দা-কুমড়ো সম্পর্কে বিরাজমান। অক্সফোর্ডে পিএইচডি-রত এক সেলিব্রেটি লেখককে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়—Faith is the biggest fallacy of logic। বিশ্বাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আরেকটা কথা খুব শোনা যায়। মুক্তচিন্তার চর্চাকারী জনপ্রিয় সাহিত্যিক ড. জাফর ইকবাল সেই কথাটি তাঁর কলমে তুলে ধরেন, “ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, কাজেই ধর্মগ্রন্থে যা লেখা থাকে সেটাকে কেউ কখনো প্রশ্ন করে না, গভীর বিশ্বাসে গ্রহণ করে নেয়। বিজ্ঞানে বিশ্বাসের কোন স্থান নেই।”
আসলেই কি তাই? উত্তর জানার জন্য পড়ার আমন্ত্রণ।
পৃষ্ঠা ১৩৬ । পেপারব্যাক
পাঠকদের অনুভূতি
ভাল লেগেছে লেখকের ‘অ্যাপ্রোচ’ টা
এই বইটা নিয়ে বিস্তারিত একটু না বললেই হচ্ছেনা। আমার সবচেয়ে ভাল লেগেছে লেখকের ‘অ্যাপ্রোচ’ টা। আমার কাছে বইটা সত্যিই অনেক ভালো লেগেছে। আশা করছি লেখক philosophy of natural science, limitations of science এবং scientism – এই বিষয়গুলো নিয়ে আরও সুন্দর কিছু লেখা উপহার দিবেন।
রিয়াদুস সালেহিন
ছোট মরিচে ঝাল বেশি
কথায় আছে "ছোট মরিচে ঝাল বেশি" সেই টাইপ এর বই আর কি।বইটি ছোট কিন্তু আসলেই খুবই তথ্যবহুল।এই বইটিতে স্রষ্টায় বিশ্বাস যে সহজাত সে সম্পর্কে অসাধারণ একটা আলোচনা রয়েছে।তাছাড়া অন্যান্য টপিক গুলোও ছিলো অসাধারণ। সর্বোপরি কালেকশন এ রাখার মতো এবং এক নিশ্বাস এ শেষ করার মত একটা বই।
মুহাম্মাদ সোলায়মান
সহজবোধ্য উদাহরণ
এই বইয়ে লেখক ব্যবহার করেছেন সহজবোধ্য সব উদাহরণ। নিয়ে এসেছেন সাইকোলজি, কসমোলজি, ইভোলিউশনের মতো টপিক। তারপর ভেঙেচুরে দেখিয়েছেন, এর প্রতিটি টুকরোতে আছে বিশ্বাসের ছোঁয়া। বিশ্বাস থেকে মুক্ত নয় মানুষ, হতে পারবেও না কখনো। বিশ্বাসই যৌক্তিক, অযৌক্তিক বরং অবিশ্বাস।
আসিফ মাহমুদ | লেখক